ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শেরে বাংলানগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই বন্ধুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
শেরে বাংলানগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই বন্ধুর

ঢাকা: রাজধানীর শেরে বাংলানগর এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও শাকিব (২৯)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে আগারগাঁও শিশু মেলা সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে।  

এতে ঘটনাস্থলে রাশেদের মৃত্যু হলেও মুমূর্ষু অবস্থায় শাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক সোয়া ১টার দিকে শাকিবকে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার এসআই লিটন মাতব্বর জানান, শিশু মেলা সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়।  

এতে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়। আর শাকিবকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানসহ চালক মনির হোসেনকে (৩৫) আটক করা হয়েছে বলে জানান এসআই লিটন।  তিনি বাংলানিউজকে বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে রাশেদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ও শাকিবের মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।