ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বাসাবোয় ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
বাসাবোয় ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধার 

ঢাকা: রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবোর একটি ফ্ল্যাট থেকে আবদুল্লাহ আল মাহমুদ (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ওই বাসার ছয়তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলেও নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

 

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীনিবাস বাংলানিউজকে জানান, কাঁচি দিয়ে বুকে আঘাত করে কেউ তাকে হত্যা করেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।  

তিনি বলেন, আদম ব্যবসার টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিরোধিতার জের ধরে আবদুল্লাহ খুন হতে পারেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।  

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান এসআই শ্রীনিবাস।  

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২৯১৮
এজেডএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।