ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
বেনাপোলে ৮ স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক স্বর্ণেরবারসহ দুই পাচারকারী আটক। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৮শ’ গ্রাম ওজনের ৮টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বেনাপোল সীমান্তের রাজাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বেনাপোলের বালুণ্ডা গ্রামের আনিসুরের ছেলে রনি আক্তার বাবু (৩০) ও আমলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে এয়াকুব আলী (২৮)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সদস্যরা সীমান্তে নজরদারি বাড়ায়। একপর্যায়ে পাচারকারীরা দু’টি মোটরসাইকেলে করে সীমান্ত এলাকার দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ৮টি স্বর্ণেরবার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা।

খুলনা-২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরাম উল্লাহ সরকার আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।