ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে হবিগঞ্জে আলোক প্রজ্জ্বলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
শহীদ বুদ্ধিজীবী দিবসে হবিগঞ্জে আলোক প্রজ্জ্বলন হবিগঞ্জে বুদ্ধিজীবীদের স্মরণে চলছে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি/ছবি: বাংলানিউজ

হবিগঞ্জ: শহীদ বুদ্ধিজীবীদের মহান আত্মত্যাগের স্মরণে হবিগঞ্জে আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আরডি হল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে সামাজিক সংগঠন ‘প্রাকৃতজন’।

কর্মসূচিতে অংশ নেন গবেষক ডক্টর শেখ ফজলে এলাহী, প্রাকৃতজন-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সংস্কৃতিকর্মী তারেক খান, টিপু চৌধুরী, আব্দুর রকিব রনি, পার্থ সারথি রায়, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খাঁ, রোটারেক্টর মিজবাউর রহমান জুয়েল, মিফতাউর রহমান, তাসিন বিলওয়াল আরিয়ানসহ সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা।

বাংলাদশে সময়: ০২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।