ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

প্রজন্ম’৯৫ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
প্রজন্ম’৯৫ মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো.লুৎফুর রহমান

কক্সবাজার: রামুতে ৫ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে প্রজন্ম’৯৫ মেধা বৃত্তি পরীক্ষা। রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রজন্ম’৯৫ শিক্ষা ট্রাস্ট এ পরীক্ষার আয়োজন করে।

শুক্রবার (১৪ ডিসেম্বর) উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। সন্ধ্যায় প্রকাশিত ফলাফলে ৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এদের মধ্যে ট্যালেন্টপুলে ৩জন, সাধারণ গ্রেডে ৬ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন-ট্যালেন্টপুল যথাক্রমে মো. নজরুল ইসলাম শাকিব (রোল-৪৬৭, বাঁকখালী উচ্চ বিদ্যালয়), নাসিফা তামজিদ নুর নোভা (রোল-৪৭৪, বাঁকখালী উচ্চ বিদ্যালয়), ফাওজিয়া শাওরিন তাসনিম (রোল-৫১০, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়)।

সাধারণ গ্রেডে সিদরাতুল মুনতাহা মীম (রোল- ৫৬০, রামু বালিকা উচ্চ বিদ্যালয়), তাছনিম খানম (রোল-৫২৮, মনসুর আলী সিকদার আইডিয়্যাল স্কুল), আফসানা মোনতাহা (রোল-৫১৬, জারাইলতলী উচ্চ বিদ্যালয়), আব্বাস উদ্দিন (রোল-৫৪৯, এ.কে আজাদ উচ্চ বিদ্যালয়), মাইমুনা আক্তার (রোল-৫৭৯, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়), আরমান আশাদ বাবু (রোল-৪৮৬, নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়) বৃত্তি পেয়েছে।

এর আগে দুপুরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন রামু উপজেলা নির্বাহী অফিসার মো.লুৎফুর রহমান ও  উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে। পর্যবেক্ষক ছিলেন শিক্ষক সাধন কুমার দে, মুজিবুল আলম,  মৌলানা বখতেয়ার আহম্মদ, প্রিয়তোষ চক্রবর্তী পিন্টু, অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, অধ্যাপক ইজত উল্লাহ, সাংবাদিক নীতিশ বড়ুয়া, সোয়েব সাঈদ প্রমুখ।

আয়োজকরা জানান, এবারের মেধাবৃত্তি পরীক্ষায় রামু উপজেলার ১৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৩জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসবি/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।