ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ভেজালমিশ্রিত পেট্রোলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
বরিশালে ভেজালমিশ্রিত পেট্রোলসহ আটক ২

বরিশাল: বরিশালে জ্বালানি তেলে ভেজাল মিশ্রণের সময় খুচরা তেলের এক ব্যবসায়ীসহ দু’জনকে আটক করেছে পুলিশ। এসময় ৬৪০ লিটার ভেজালমিশ্রিত পেট্রোল জব্দ করা হয়।

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নগরের বান্দরোড এলাকার শাহানাজ ট্রেডাসের মালিক জাকির হোসেন ও তার সহযোগী দেলোয়ার হেসেন।

  

পুলিশ জানায়, একটি কোম্পানির ডিপো থেকে অটোরিকশায় করে দু’টি ড্রামে ৬শ’ লিটার পেট্রোল শাহানাজ ট্রেডার্সে নিয়ে আসা হয়। সেখানে ওই পেট্রোলের সঙ্গে ৪০ লিটার ডিজেল মেশায় তেল ব্যবসায়ী জাকির ও দেলোয়ার।

থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে শাহানাজ ট্রেডার্স থেকে জাকির ও দেলোয়ারকে হাতেনাতে আটক করে।

বিষয়টি নিশ্চিত করে কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, জাকির হোসেনের কাছে দীর্ঘদিন ধরে সরকারি-বেসরকারি বিভিন্ন গাড়ির চালকরা অবৈধপন্থায় তেল নামিয়ে বিক্রি করে আসছেন বলেও অভিযোগ রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।