ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে ফায়ার সার্ভিসের শোভাযাত্রা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
বিজয় দিবস উপলক্ষে রাজশাহীতে ফায়ার সার্ভিসের শোভাযাত্রা  ফায়ার সার্ভিসের শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

রাজশাহী: মহান বিজয় দিবস উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উদ্যোগে মহানগরে যান্ত্রিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ ডিসেম্বর) দুপুরে সদর দফতর থেকে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।  

এতে নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সহকারী পরিচালক আহসানুল কবির।

 

এসময় অন্যদের মধ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন শামীম, স্টেশন অফিসার ফরিদ উদ্দিনসহ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মহড়ায় ফোটন গাড়ি ও টু হুইলার ওয়াটার মিক্স মোটরসাইকেল ছিলো।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।