ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

জাপান সফরে যাচ্ছেন শহীদুল হক 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
জাপান সফরে যাচ্ছেন শহীদুল হক  পররাষ্ট্র সচিব এম শহীদুল হক (ফাইল ছবি)

ঢাকা: বাংলাদেশ-জাপান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক রোববার (১৬ ডিসেম্বর) জাপানে যাচ্ছেন।  টোকিওতে আগামী ১৭ ডিসেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় ইস্যু ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী বাংলাদেশের বিভিন্ন অবকাঠামো খাতেও দেশটি সহযোগিতা করে আসছে।

বৈঠকে অবকাঠামো খাতে সহযোগিতার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।  

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকায়  দুই দেশের মধ্যে প্রথম জাপানের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ইস্যুতে আলোচনা হয়। এবার দ্বিতীয়বারের মতো এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১৫ ডিসেম্বর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।