ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
টেকনাফে পৃথক অভিযানে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার উদ্ধার করা ইয়াবা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৩ কোটি ৬০ লাখ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১৬ ডিসেম্বব) টেকনাফের মন্ডলপাড়া ও নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আছাদুদ জামান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে টেকনাফের নাজিরপাড়া বিওপির আওতাধীন মন্ডলপাড়া এলাকার লবণ মাঠে অভিযান চালিয়ে বিজিবির একটি দল।

সেখান থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে সাবরাং নয়াপাড়া এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে প্লাস্টিকে মুড়িয়ে রাখা অবস্থা একলাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধার করা ইয়াবার বাজার মূল্যে প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। যা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।