ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
কাপ্তাইয়ে চান্দের গাড়ি খাদে পড়ে নিহত ১ দুর্ঘটনা কবলিত লাকড়ি বোঝাই চান্দের গাড়িটি। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় লাকড়ি বোঝাই চান্দের গাড়ি খাদে পড়ে জাহেদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন গাড়িচালক। 

রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাইখালীর কারিগরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।  জাহেদ ওই গাড়ির হেলপার।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চান্দের গাড়িটি কাপ্তাই থেকে লাকড়ি নিয়ে কারিগরপাড়ায় আসছিল। পথে ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাহাড়ের খাদে পড়ে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলে হেলপার নিহত হয়।

চন্দ্রঘোনা থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।