ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেচ পাম্পে ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
সেচ পাম্পে ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ছোট মেরুং এলাকায় সেচ পাম্পে ওড়না পেঁচিয়ে মেহজাবিন আক্তার সুরভি (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (২২ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মেহজাবিন আক্তার সুরভি মেরুং ইউনিয়নের ৩নং কলোনী গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের মেয়ে।

সে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা যায়, সুরভি সকালে ক্ষেত থেকে ধনেপাতা তোলার পর একটি সেচ পাম্পে হাত ধুতে যায়। এসময় তার গলায় থাকা ওড়না সেচ পাম্পে পেঁচিয়ে মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৮
এডি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।