ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট দিন: শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
অসমাপ্ত কাজ শেষ করতে নৌকায় ভোট দিন: শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ফাইল ছবি

নীলফামারী: অসমাপ্ত কাজ শেষ করতে আবারো নৌকায় ভোট চাইলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (২৩ ডিসেম্বর) দুপুরে রংপুরের তারাগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।  

একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনী জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।



শেখ হাসিনা বলেন, সৈয়দপুর এয়ারপোর্টের উন্নয়ন করছি। ইপিজেড করে দিয়েছি। ইকোনোমিক জোন করে দিচ্ছি। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়।  

এ সময় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউককে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।  

শেখ হাসিনা বলেন, আপনারা নৌকায় ভোট দেবেন। আবার যেন আপনাদের সেবা করতে পারি, আবার যেন আপনাদের জন্য কাজ করতে পারি। এটাই সবার কাছে আমার আবেদন।

দুপুর সাড়ে ১২টায় জনসভামঞ্চে যোগ দেন তিনি। ১২টা ৩২ মিনিট থেকে মাত্র ৭ মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে এসে সড়ক পথে তারাগঞ্জে পৌঁছান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৮
এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।