ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
রাজধানীতে কম্প্রেসার বিস্ফোরণে শ্রমিক নিহত

ঢাকা: রাজধানীর শ্যামপুর আলীবহর এলাকায় আলম রাবার ফ্যাক্টরিতে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে নাসির (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোফাজ্জল (৩০) ও বাবুল (২৮) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরে সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী হৃদয় হোসেন বাংলানিউজকে বলেন, তারা আলম রাবার ফ্যাক্টরিতে কাজ করেন। সকালে ওই তিনজন কম্প্রেসার মেশিনে কাজ করছিলেন। এসময় মেশিনটি হঠাৎ বিস্ফোরণ হলে তারা ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। এখন আহত দুইজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, মৃত নাসিরের মরদেহ মর্গে রাখা হয়েছে। বাকি দুইজন চিকিৎসাধীন। এর মধ্যে মোফাজ্জলের অবস্থা আশঙ্কাজনক।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলানিউজকে বলেন, একটি রাবার কারখানায় কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। ওইখানে গাড়ির টায়ার বানানো হতো। বিস্ফোরণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। তাছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।