ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
সুবর্ণচরে পিকআপভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে পিকআপভ্যান চাপায় মনিরুল ইসলাম (৩৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে চরজব্বর-সোনাপুর সড়কের আল আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিরুল ইসলাম নোয়াখালী পৌরসভার উজ্জলপুর গ্রামের জাহিদুল করিমের ছেলে।

তিনি হাতিয়ার চানন্দি ইউনিয়নের দ্বীপ উন্নয়ন সংস্থায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে মোটরসাইকেলে করে বাড়ি থেকে নিজ কর্মস্থল চানন্দিতে যাচ্ছিলেন মনিরুল ইসলাম। পথে চরজব্বর-সোনাপুর সড়কের আল আমিন বাজার এলাকায় পৌঁছালে চেয়ারম্যানঘাট থেকে ছেড়ে আসা একটি পিকআপভ্যান সামনে থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক গাড়িটি রেখে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।