ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রামে ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে হামিদুল নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হামিদুল জয়পুরহাট শহরের খঞ্জনপুর মহল্লার বাসিন্দা।

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ব্যবসায়ী হামিদুল তার মোটরসাইকেলে করে একজন ব্যক্তিকে নিয়ে ক্ষেতলাল উপজেলায় যাচ্ছিলেন। পথে কোমরগ্রাম এলাকায় প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।