ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দোয়ারাবাজার বোগলা ইউপি চেয়ারম্যান আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
দোয়ারাবাজার বোগলা ইউপি চেয়ারম্যান আটক প্রতীকী ছবি

সুনামগঞ্জ: নাশকতাসহ বিভিন্ন অভিযোগে সুনামগঞ্জের দোয়ারাবাজর উপজেলার বোগলা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বোগলা বাজার থেকে তাকে আটক করা হয়। আরিফুল বোগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন বাংলানিউজকে বলেন, আটক ওই চেয়ারম্যানের বিরুদ্ধে নাশকতা ও নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তাকে জিঙ্গাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।