ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিমলায় জামায়াতের আমিরসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
ডিমলায় জামায়াতের আমিরসহ আটক ৬ প্রতীকী ছবি

নীলফামারী: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার আশঙ্কায় নীলফামারীর ডিমলায়  পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের ছয় নেতাকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন- খালিশা চাপানী ইউনিয়নের জামায়াতের আমির ও ডালিয়া গ্রামের মৃত কবীর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান(৪০), পূর্বছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে জামায়াত নেতা আমিনুল ইসলাম (৪২), খগাখড়িবাড়ী ইউনিয়নের দোহলপাড়া গ্রামের আশরাফ আলীর ছেলে জামায়াত নেতা আলীমুর রেজা (৪৩), ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলি গ্রামের মৃত ইছাতুল্লার ছেলে জামায়াত নেতা সাখাওয়াত হোসেন (২৮),একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জামায়াত নেতা আনিছুর রহমান (৪২) ও উত্তর ঝুনাগাছ চাপানী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে জামায়াত নেতা আব্দুস ছামাদ (৪৫)।  

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বাংলানিউজকে বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।