ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় জালনোটসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
নেত্রকোনায় জালনোটসহ যুবক আটক

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহর থেকে ৩০ হাজার টাকার জালনোটসহ মো. ওয়াজেদ ফারাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

ওয়াজেদ ফারাস জেলা সদরের মদনপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মৃত খোরশেদ ফারাসের ছেলে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আন্তঃজেলা বাসটার্মিনাল সংলগ্ন আনন্দবাজার মোড় থেকে তাকে আটক করা হয়।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান বাংলানিউজে জানান, বুধবার (২৬ ডিসেম্বর) মধ্যরাতে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মদনপুর গ্রাম থেকে ২৩ হাজার টাকার জালনোটসহ এনামুল হক জুনায়েত (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রামের সহজ-সরল মানুষদের জালনোট দিয়ে ভোট কিনতে বের হয়েছিলো সে। পরে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, আটক ওয়াজেদও একই উদ্দেশে জালনোট নিয়ে বের হয়েছিলো। তার বিরুদ্ধেও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।