ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
কুমিল্লায় আহত ৩

ঢাকা: কুমিল্লার বরুড়া উপজেলায় একটি ভোটকেন্দ্রের সামনে মারামারির ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। এতে আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শনিবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পূর্ব আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শাখায়াত (২১), দিদারুল (১৭) ও নুরুজ্জামান (১৯)।

 

আহতদের বরাত দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রাতে পূর্ব আড্ডা ডিগ্রি কলেজ কেন্দ্রের সামনে মারামারির সময় ছররা গুলিতে ওই তিনজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢামেকে চিকি‍ৎসাধীন।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
এজেডএস/পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।