ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় একটি রকেট মেইল ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে আছে। যার ফলে ঢাকাসহ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বারোবাজার রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে ইঞ্জিনটি লাইনচ্যুত হয়।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ রেলস্টেশনে কর্মচারী সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রকেট মেইল ট্রেনটি সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশে যাচ্ছিলো। এসময় বারোবাজার এলাকায় পৌঁছালে ট্রেনটির  ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়।  

লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন যাত্রা করেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।