ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
বাগেরহাটে ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাট: বাগেরহাটে ডোবা থেকে একটি শিশুর (৮ মাস) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। রোববার (৩০ ডিসেম্বর) গভীর রাতে শহরের মনিকা সিনেমা হলের সামনের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সোমবার (৩১ ডিসেম্বর) সকালে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বাংলানিউজকে বলেন, মনিকা সিনেমা হলের সামনের ডোবায় একটি শিশুর মরদেহ ভাসছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিশুটির শরীরে ইট বাধা ছিল।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যার পর শরীরে ইট বেঁধে পানিতে ডুবিয়ে রেখেছিল হত্যাকারী। কয়েকদিন পানির মধ্যে থাকার পর মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।