ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৯
নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহ বিভাগের ৪ জেলার প্রায় ২৬ লাখ শিক্ষার্থী পেয়েছে বিনামূল্যের নতুন বই। নতুন বছরের প্রথম দিনে মঙ্গলবার (১ জানুয়ারি) এসব শিক্ষার্থী নতুন বইয়ের মৌ মৌ গন্ধে উচ্ছ্বসিত হয়ে ওঠে। 

জানা যায়, বরাবরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনেই ময়মনসিংহের প্রতিটি বিদ্যালয়ের শিশু শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূলে নতুন বই তুলে দেওয়া হয়।

নতুন বইয়ের উৎসবকে ঘিরে ময়মনসিংহের শেরপুর, নেত্রকোণা, জামালপুর ও ময়মনসিংহ জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবের আমেজ তৈরি হয়।

নতুন বই হাতে পেয়েই ঝকঝকে সুবাস নিয়ে উৎসবে মাতোয়ারা হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১টা ও দুপুর ১২টার দিকে নগরের জিলা স্কুল ও বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। পরে তিনি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।  

এসময় তিনি বলেন, একদিন তোমরাই দেশের কর্ণধার হবে। তোমরা যেন গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত ও উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে ওঠো, সেটাই আমরা চাই।

বিভাগীয় কমিশনার বলেন, আগে নতুন বই পেতে শিক্ষার্থীদের বছরের অর্ধেকটা সময়ই চলে যেতো। এখন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে পড়াশুনায় মনোনিবেশ করতে পারছে শিক্ষার্থীরা।

ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী হাসান কামাল, ময়মনসিংহ অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক অধ্যাপক মো. আজহারুল হক, উপ-পরিচালক আবু নূর মো. আনিসুর ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।  

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের উপ-পরিচালক আবু নূর মো. আনিসুর ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, মযমনসিংহ বিভাগের ৪ জেলায় মাধ্যমিক পর্যায়ে ১৩ লাখ ৮৭ হাজার ৮৫২ জন শিক্ষার্থীর হাতে ১ কোটি ৮১ লাখ ৫২ হাজার ৩৭৯টি বই বিতরণ করা হয়েছে।  

এর মধ্যে ময়মনসিংহে ৬ লাখ ৫২ হাজার ৯৪১ জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে ৮৪ লাখ ৩৩ হাজার ১১৫টি বই, শেরপুরে ১ লাখ ৭১ হাজার ৯৯০ জন শিক্ষার্থীকে ২২ লাখ ৭৬ হাজার ৯৩৭টি, নেত্রকোণায় ২ লাখ ৩৭ হাজার ১২ জন শিক্ষার্থীকে ৩১ লাখ ৯৫ হাজার ৬৬৪টি ও জামালপুরে ৩ লাখ ২৫ হাজার ৯০৯ জন শিক্ষার্থীকে ৪২ লাখ ৪৬ হাজার ৬৬৩টি নতুন বই তুলে দেওয়া হয়েছে।  

প্রাথমিক শিক্ষা ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় প্রাথমিক পর্যায়ে ১০ হাজার ৫২৮টি বিদ্যালয়ের মোট ১২ লাখ ৪৯ হাজার ৫৯০ শিক্ষার্থীর হাতে ৪৪ লাখ ১৫ হাজার ১১৯টি নতুন বই তুলে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।