ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে মাদকসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
বড়াইগ্রামে মাদকসহ বিক্রেতা আটক আটক সজিব ভূঁইয়া। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বড়াইগ্রামে অভিযান চালিয়ে ৩৩০ পিস ইয়াবাসহ সজিব ভূঁইয়া (২১) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

শনিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার পূর্নকলস গ্রাম থেকে তাকে আটক করা হয়। সজিব ওই উপজেলার গোপালপুর গ্রামের মৃত দেলোয়ার ভূঁইয়ার ছেলে।


 
র‍্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) মো. আজমল হোসেন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা জব্দ করা হয়।  

এ ঘটনায় তার বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।