ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৯
 গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় সমাজসেবা কর্মকর্তা নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাহিন্দ্রের ধাক্কায় শরিফুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর কাকিনা সড়কের গঙ্গাচড়ায় শেখ হাসিনা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম রংপুরের মিঠাপুকুর এলাকার বাসিন্দা।

তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গত বৃহস্পতিবার তার নানীর মৃত্যুর খবরে ছুটি নিয়ে বাড়ি যান শরিফুল ইসলাম। রোববার অফিসে যোগ দিতে শনিবার বিকেলে মোটরসাইকেলে কর্মস্থলের উদ্দেশে রওনা হন। সন্ধ্যায় গংগাচওড়া শেখ হাসিনা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে সহকর্মীর মৃত্যুর খবরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান আদিতমারী ইউএনও আসাদুজ্জামান এবং উপজেলা পরিষদের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।