ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গুজব ছড়ানোর দায়ে আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
গুজব ছড়ানোর দায়ে আটক ৭

ঢাকা: ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী’ বানোয়াট-মিথ্যা তথ্য প্রচার ও গুজব ছড়ানোর দায়ে ৭ জনকে আটক করেছে র‌্যাব।

আটককৃতরা হলেন- রবিউল ইসালম (৪২), আখলাকুজ্জামান আনসারী (৪৩), তোফাজ্জল হোসেন হেলাল (৪০), তানভীর হাসান মোহন (২২), ইউসুফ (৩০), আবু রায়হান আলবিরুনী পুসকিন (৪৩) ও আবুল কালাম (৩৪)।

বুধবার (০৯ জানুয়ারি) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন রাজধানীর উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া ও কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে।

আটককৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, প্রধান নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি বিকৃত করে প্রচার ও গুজব ছড়িয়ে আসছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গুজব ছড়ানোর দায়ে র‌্যাব বিভিন্ন সময় সর্বমোট ১৯২ জনকে গ্রেফতার করেছে বলেও জানান এএসপি মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।