ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম লুৎফর মিয়া (১৮)। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

বুধবার (০৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৬টায় দিকে লুৎফরকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবক গাইবান্ধার ফুলছড়ি উপজেলার টেলাভিটা গ্রামের মধু মিয়া সন্তান। তিনি শ্যামপুর ঘণ্টিঘড় এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।  

লুৎফর শ্যামপুর মীরহাজীরবাগ পাইব রাস্তা এলাকায় অবস্থিত ভাই ভাই মেটাল ওয়ার্কশপে কাজ করতেন। ওই প্রতিষ্ঠানের মালিক জাহাঙ্গীর আলম জানান, ওয়ার্কশপে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় লুৎফর। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।