ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
বড়াইগ্রামে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলিম সিকদার বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তাকে সন্ধ্যার দিকে আগ্রান বাজারে ঘোরাফেরা করতে দেখা যায়।  

রাত ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে চলাচল করতে গিয়ে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন ওই ব্যক্তি।

বাংলাদেশ সময়: ০৩০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।