ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

পল্টনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
পল্টনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী গ্রেফতার সংঘর্ষ চলাকালে পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা যায় এই যুবককে । ছবি: সংগৃহীত

ঢাকা: গত নভেম্বরে বিএনপির মনোনয়নপত্র বিক্রি চলাকালীন দলটির পল্টন কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী ওয়াসিমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ জানুয়ারি) দিনগত রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গত ১৪ নভেম্বর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগকারী ওয়াসিমকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকেল পৌনে ৩টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ১৪ নভেম্বর রাজধানীর নয়াপল্টনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের মধ্যেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।

সংঘর্ষে পুলিশের একটি পিকআপ ভ্যানসহ দু’টি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এছাড়াও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

এসময় পাঁচজন অফিসার ও দু’জন আনসারসহ মোট ২৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি মামলা দায়ের করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
পিএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।