ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জ হবে যানজট ও মাদকমুক্ত: এসপি হারুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
না’গঞ্জ হবে যানজট ও মাদকমুক্ত: এসপি হারুন বক্তব্য রাখছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুনুর রশিদ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুনুর রশিদ বলেছেন, নারায়ণগঞ্জে জেলাবাসী যেমন নির্বাচনে সহায়তা করেছেন ঠিক তেমন জেলাকে যানজট, হকার ও মাদকমুক্ত করতে আপনাদের সহায়তা করতে হবে।

এসপি হারুনুর রশিদ বলেন, প্রভাবশালী কোনো ব্যক্তি যদি মাদকের ব্যবসা করে এমন কোনো তথ্য যদি আপনাদের কাছে থাকে তবে আমাদের জানান আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো। নতুন বছরে আপনাদের সহায়তা চাই এই নারায়ণগঞ্জকে যানজট হকার ও মাদকমুক্ত করতে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলার চাষাঢ়া শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের নতুন বছরে নারায়ণগঞ্জের যানজট সমস্যা সমাধানে আমরা হকারদের এভাবে রাস্তা দখল থেকে সরে যেতে বলবো। প্রাথমিকভাবে আজকে আমরা বেইলী টাওয়ার ও আশ-পাশের এলাকারগুলোর হকারদের সরিয়ে দেবো। যানজট নিয়ন্ত্রণে পুলিশ শহরের প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার থেকে অবস্থান নেবে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।