ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

সেনাপ্রধান ফেনী যাচ্ছেন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
সেনাপ্রধান ফেনী যাচ্ছেন শুক্রবার সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, ছবি: আইএসপিআর

ফেনী: শুক্রবার (১১ জানুয়ারি) ফেনী আসছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআরের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন বাংলানিউজকে জানান, ফেনী গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিন দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেনাপ্রধান।

তিনি শুক্রবার সকাল সাড়ে ৯টায় পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৯
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।