ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফ থেকে লবণবোঝাই ট্রাকে ইয়াবা, আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
টেকনাফ থেকে লবণবোঝাই ট্রাকে ইয়াবা, আটক ৩

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে লবণবোঝাই ট্রাক থেকে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩।

আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম (৩২), ফারুক ইসলাম (৩০) ও এরশাদ হোসেন (২৫)।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অপারেশন অফিসার এএসপি বীনা রানী দাস।

তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে লবণবোঝাই ট্রাকে করে বিভিন্ন স্থনে ইয়াবা সরবরাহ করে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দিনগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে একটি লবণবোঝাই ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ৩৪ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ তিনজনকে আটক করা হয়।

আটকদের মধ্যে সাইফুল মাদক ব্যবসায়ী, বাকি দুইজন সাইফুলের সহযোগী। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির ১ লাখ ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তারা টেকনাফ সীমান্ত থেকে দীর্ঘদিন ধরে লবণবোঝাই ট্রাকে করে ঢাকায় ইয়াবা সরবরাহ করছিল। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি বীনা রানী দাস।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
পিএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।