ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
ঝিনাইদহে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের বাইপাস এলাকায় একটি মালবাহী ট্রাকের চাপায় ইমরান হোসেন (১১) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে রেখেছে।

রোববার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান সদর উপজেলার শিকারপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

সে আলহেরা ইসলামী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়তো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে করার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।