ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি শহরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
রাঙামাটি শহরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

রাঙামাটি: রাঙামাটি শহরের অগ্নিকাণ্ডে প্রায় ২০০টি বসতি পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে কয়েকটি সেমিপাকা এবং বেশির ভাগ কাঁচা ঘর রয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

রোববার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, রিজার্ভ বাজার এলাকার নেজাম কোম্পানির টিলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বসতিতে আগুনের সূত্রপাত ঘটে।

এরপর আগুন চারদিকে ছড়িয়ে পড়ালে প্রায় ২০০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, প্রশাসন ও স্থানীয়রা মিলে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম বাংলানিউজকে বলেন, রাঙামাটি ফায়ার সার্ভিস, কাপ্তাই ফায়ার সার্ভিস, চট্টগ্রামের হাটহাজারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হয়।  

** রাঙামাটি শহরে ভয়াবহ আগুন, ২০০ বসতি পুড়ে ছাই

তবে কোথায় থেকে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনো জানা যায়নি। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা দাবি করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।