ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
সৈয়দপুরে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নীলফামারী: ভেজালবিরোধী অভিযান চালিয়ে নীলফামারীর সৈয়দপুর শহরের দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

রোববার (১৩ জানুয়ারি) দুপুরে শহরের শহীদ জহুরুল হক সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদফতর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীন।


 
এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা ও পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর অহিদুল ইসলাম ও আলতাফ হোসেনসহ সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা।

আফসানা পারভীন বাংলানিউজকে জানান, অভিযানে শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ চকলেট বিক্রির দায়ে শহরের শহীদ জহুরুল হক সড়কের রাজু স্টোরকে ১০ হাজার ও এরশাদ স্টোরকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ক্ষতিকারক রং ও কেমিক্যাল মিশ্রিত চকলেট জব্দ করে তা ধ্বংস করা হয়।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।