ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে বি‌ভিন্ন প্রজা‌তির ১৬৯ পাখি জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
টঙ্গীতে বি‌ভিন্ন প্রজা‌তির ১৬৯ পাখি জব্দ জব্দ হওয়া পাখি। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপু‌রের টঙ্গী বাজার থে‌কে টিয়া, ময়না, মুনিয়া, ঘুঘু ও শালিকসহ বিভিন্ন প্রজাতির ১৬৯টি পাখি জব্দ করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

রোববার (১৩ জানুয়া‌রি) সকা‌লে পা‌খিগু‌লো জব্দ করা হয়।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক জানান, টঙ্গী বাজারে পাখি বিক্রিকালে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের একটি দল অভিযান চালিয়ে বি‌ভিন্ন প্রজা‌তির ১৬৯টি পাখি জব্দ করেছে।

অভিযানের সময় পাখি বিক্রেতারা কৌশলে পালিয়ে যায়।

জব্দ হওয়া পাখির মধ্যে ৯৫টি তিলা মুনিয়া,২৫টি কালো মাথা মুনিয়া, ৯টি টিয়া, ৮টি কাঠ শালিক, ৮টি ভাত শালিক, ৫টি ঝুঁটি শালিক, ১৮টি তিলা ঘুঘু ও একটি ময়না রয়েছে।

পাখিগুলো ঢাকার মিরপুরের বোটানিক্যাল গার্ডেনে ছেড়ে দেওয়া হবে ব‌লেও তি‌নি জানান।

অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক ও পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আল সাদিক বলেন, দেশিয় বন্যপ্রাণী ধরা, বিক্রি করা, পরিবহন করা আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ এ কাজ করলে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২-এর ৩৪-এর খ ধারা অনুসারে তাকে এক বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়া‌রি ১৩, ২০১৯
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।