ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ফের গ্রেফতার হলেন এমপিপুত্র রুমন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
সাতক্ষীরায় ফের গ্রেফতার হলেন এমপিপুত্র রুমন রাশেদ সরোয়ার রুমন। ছবি-বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় ফের গ্রেফতার হয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের ছেলে রাশেদ সরোয়ার রুমন। 

রোববার (১৩ জানুয়ারি) পুলিশ শহরের বিনেরপোতা এলাকা থেকে মোটর যান আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, রুমন মোটর যান আইনের একটি মামলার পলাতক আসামি।

রোববার তিনি শহরের বিনেরপোতা এলাকায় মা রিফাত আমিনের সংসদ সদস্যের স্টিকারযুক্ত গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। এসময় আগের মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, রুমনের মা রিফাত আমিন দশম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য। এর আগে ২০১৮ সালের ১৯ নভেম্বর রুমনকে সাতক্ষীরার নবাদকাটির একটি বাগানবাড়ি থেকে বেসামাল অবস্থায় আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।