ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত জাতিসংঘ জাতিসংঘের লোগো

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারসহ অন্য জাতীয় অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছে জাতিসংঘ। 

রোববার (১৩ জানুয়ারি) জাতিসংঘ বাংলাদেশ অফিসের ফেসবুকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের বার্তায় উল্লেখ করা হয়েছে, জাতিসংঘের ২০৩০ সালের বৈশ্বিক উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এসডিজির ১৬ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভূক্তিমূলক সমাজ, সুশাসন ও আইন শাসন বাস্তবায়ন প্রচেষ্টার জন্য বাংলাদেশের নতুন নির্বাচত সরকারের সঙ্গে কাজ করবে জাতিসংঘ।

সার্বজনীন মানবাধিকার চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ তার প্রতিশ্রুতি  রাখবে বলেও আশা প্রকাশ করেছে জাতিসংঘ।  

এই প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দিয়ে সব দেশের মতোই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে। এছাড়া মানবাধিকার কাউন্সিলের নতুন সদস্য হিসেবে বাংলাদেশ সরকারের সক্রিয় ভূমিকা পালনে স্বাগত জানিয়েছে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।