ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
না’গঞ্জে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেফতার ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দর উপজেলার র‌্যালি আবাসিক এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত আল-আমিনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে তাকে আদালতে পাঠিনো হয়। আল-আমিন বন্দর উপজেলার একরামপুর এলাকার আমির আলী মিয়ার ছেলে।

 

শনিবার (১২ জানুয়ারি) দিনগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শনিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।  

পুলিশ জানায়, শনিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বন্দর উপজেলার র‌্যালি আবাসিক এলাকায় ওই শিশু প্রাইভেট পড়া শেষে বাড়িতে ফেরার পথে তাকে ফুসলিয়ে শীতলক্ষ্যা নদীর তীরে নিরিবিলি এলাকায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে আল আমিন। এ সময় শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে কৌশলে পালিয়ে যান আল-আমিন। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করলে বন্দর ফাঁড়ির পুলিশ ঘটনার দিন রাতেই আল-আমিনকে গ্রেফতার করে।  

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।