ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান শেখ ওয়াহেদুজ্জামান আর নেই

সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জের উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শেখ ওয়াহেদুজ্জামান (৭১) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

রোববার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুরের নিজ বাড়িতে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।   

শেখ ওয়াহেদুজ্জামানের ছেলে শেখ মেহেদী হাসান সুমন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় তার বাবা হঠাৎ অসুস্থতা বোধ করে জ্ঞান হারিয়ে ফেলেন।

দ্রুত তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।  

এদিকে, শেখ ওয়াহেদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।