ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে স্ত্রী হত্যার দায় স্বীকার স্বামীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
নোয়াখালীতে স্ত্রী হত্যার দায় স্বীকার স্বামীর

নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামে স্ত্রী পারভিন আক্তারকে (১৯) হত্যার ঘটনায় তার স্বামী শেখ সেলিম (৩০) আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (১৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শোয়েব উদ্দিন খানের কাছে এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সেলিম।

এরআগে, শনিবার (১২ জানুয়ারি) ভোরে চট্টগ্রামের চাটগাঁও থানার মৌলভী পুকুরপাড় এলাকা থেকে সেলিমকে গ্রেফতার করে পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নোয়াখালীর একটি দল।

পরে দুপুরে এ বিষয়ে নোয়াখালী পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন চট্টগ্রাম বিভাগীয় পিবিআই প্রধান ও বিশেষ পুলিশ সুপার মো. ইকবাল।

>>>আরো পড়ুন...নোয়াখালীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

গত বুধবার রাতে পূর্ব শুল্লুকিয়া গ্রাম থেকে পরাভীন আক্তারের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে সুধারাম মডেল থানা পুলিশ। পরে এই ঘটনায় নিহতের বাবা জহুরুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় একাধিক ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।