ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর মাজার জিয়ারত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর মাজার জিয়ারত মাজার জিয়ারত করছেন প্রতিমন্ত্রী চৌধুরী। ছবি: বাংলানিউজ

সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা) আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়ে সিলেট ছাড়েন ইমরান আহমদ চৌধুরী। এনিয়ে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হলেও মন্ত্রিত্ব পাননি একবারও। তবে এবার তাকে নতুন মন্ত্রিপরিষদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ নিয়ে তার নির্বাচনী এলাকা সিলেট-৪ তথা জেলাজুড়েই মানুষের মধ্যেও বাড়তি উল্লাস লক্ষ্য করা গেছে। সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে সিলেটে আসেন নতুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

 

নিজের জেলায় পৌঁছেই প্রথমে যান হজরত শাহজালাল (র.) ও শাহ পরান (র.) এর মাজার জিয়ারতে। রাতে তিনি সিলেট সার্কিট হাউজে অবস্থান করবেন। সেখান থেকে মঙ্গলবার (১৫ জানুয়ারি) নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার কথা রয়েছে তার।
 
গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত বিএনপি প্রার্থী দিলদার হোসেন সেলিমকে হারিয়ে ছয়বারের  মতো সংসদ সদস্য নির্বাচিত হন ইমরান।
 
১৯৪৮ সালে ২২ ফেব্রুয়ারি ভারতের আম্বালায় মরহুম রশিদ আহমদ ও মাতা মরহুমা কমরুন নেছার ঘরে জন্মগ্রহণ করেন ইমরান আহমদ।  
পরে তিনি ১৯৬৪ সালে ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি (তৎকালীন মেট্রিক) ও ১৯৬৬ সালে এইচএসসি পাস করেন।  
 
১৯৬৯ সালে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে; সেখানকার ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। পরে ১৯৮৬ সালে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতিতে।

আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি তিনি।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।