ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জেসিসি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা-দিল্লি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
জেসিসি বৈঠকের প্রস্তুতি নিচ্ছে ঢাকা-দিল্লি বাংলাদেশ ও ভারতের পতাকা

ঢাকা: বাংলাদেশ-ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ পরামর্শক কমিশন (জেসিসি)  বৈঠকের প্রস্তুতি চলছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিল্লিতে অনুষ্ঠেয় এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জেসিসি বৈঠকের প্রস্তুতি নিয়ে সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সূত্র জানায়, বাংলাদেশ-ভারতের মধ্যে ৫ম জেসিসি বৈঠকের প্রস্তুতি নিয়ে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা যোগ দেন।

বৈঠক সূত্র জানায়, জেসিসি সভার প্রস্তুতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। বাংলাদেশ-ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনা করা হয়। সভায় দুই দেশের মধ্যে যোগাযোগ, পানি, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুৎ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ সব বিষয় আলোচনা হয়েছে। জেসিসির আসন্ন বৈঠকে বিষয়গুলো তোলা হবে। এছাড়া জেসিসি বৈঠকের বিষয়ে দিল্লিও প্রস্তুতি নিচ্ছে।

জেসিসির চতুর্থ বৈঠক দিল্লিতে ২০১৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ।

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হয়েছেন ড. একে আব্দুল মোমেন। তিনিই এবার জেসিসি বৈঠকে নেতৃত্ব দেবেন।

সে হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রথম বিদেশ সফর প্রতিবেশী দেশ ভারতেই হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
টিআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।