ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
সৈয়দপুরে ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ছাদ থেকে পড়ে সৃষ্টি রানী (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর শহরের আমিন মোড় এলাকায়।

মৃত সৃষ্টি ওই এলাকার বিপুল চন্দ্রের মেয়ে এবং রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্রী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, রাতে সৈয়দপুর শহরের আমিন মোড় এলাকায় নিজ বাড়ির ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলছিলেন সৃষ্টি। এ সময় কথা বলতে বলতে অসাবধানতাবশত নিচের রাস্তায় পড়ে যায়।

এ সময় প্রতিবেশিরা দ্রুত তাকে সৈয়দপুর ১'শ শয্যা হাসপাতালের  নেওয়া হয়। পরে চিকিৎসক রোগীর অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই হাসপাতালে নেওয়ার পথেই সৃষ্টির মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।