ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শপিংমলের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
শপিংমলের ছাদ থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা

নরসিংদী: নরসিংদীতে শপিংমলের ছাদ থেকে লাফ দিয়ে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক আত্মহত্যা করেছেন। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের ইনডেক্স প্লাজা শপিংমলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুরে অজ্ঞাতপরিচয় এক যুবক ইনডেক্স প্লাজা ছাদ থেকে লাফ দেয়।

মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, প্রাথমিকভাবে ওই যুবক আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পরে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।