ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে অস্ত্রসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
খাগড়াছড়িতে অস্ত্রসহ যুবক আটক

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর উপজেলার অমৃত কার্বারীপাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিরণ চাকমা (৩৭) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকালে তাকে আটক করা হয়। কিরণ সদর উপজেলার স্বনির্ভর এলাকার শশি কান্তি চাকমার ছেলে।


 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বাংলানিউজকে জানান, প্রসীত খীসার ইউপিডিএফের সশস্ত্র চাঁদাবাজ কিরণ। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অমৃত কার্বারীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি এলজি, এক রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।