ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মেয়াদোত্তীর্ণ ওষুধ বেচায় ২ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
মেয়াদোত্তীর্ণ ওষুধ বেচায় ২ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা মেয়াদোত্তীর্ণ ওষুধ বেচায় ২ ফার্মেসিকে লাখ টাকা জরিমানা। ছবি: বাংলানিউজ

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার মুন্সীরহাট বাজারে সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ সাবিনা ইয়াসমিনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।  

এসময় বাজারের আইয়ুব আলী মেডিকেল ও চক্রবর্তী ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়।

এ অপরাধে দুই ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
 
সহকারী কমিশনার সাবিনা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।