ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
গোপালগঞ্জে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ পথশিশুদের হাতে খাবার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

গোপালগঞ্জ: গোপালগঞ্জের অবহেলিত শিশু ও ছিন্নমূল দুই শতাধিক পথশিশুদের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ খাবার বিতরণ করা হয়।  

জেলা প্রশাসনের সহযোগিতায় ‘আমরা সবাই পরোপকারী’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

আয়োজক প্রতিষ্ঠানের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক আল ইমরান সুমন, সুজনের সভাপতি রবিন্দ্রনাথ অধিকারী, সমাজ সেবিকা মনোয়ারা বেগম মনি অনুষ্ঠানে উপস্থিত থেকে পথশিশুদের হাতে খাবার তুলে দেন।

সংগঠনটির সভাপতি শরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, আগামীতেও এ ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।