ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
হোসেনপুরে ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ২৪৩ পিস ইয়াবাসহ মো. আল-আমিন (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার সিদলা এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আল-আমিন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মো. বকুল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার লে. কমান্ডার (বিএন) এম শোভন খান এ তথ্য নিশ্চিত করেন।

এম শোভন খান বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সিদলা এলাকা থেকে অভিযান চালিয়ে ২৪৩ পিস ইয়াবাসহ আল-আমিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল সেটও জব্দ করা হয়।

আটক আল-আমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হোসেনপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০১৫০ ঘন্টা, ১৮ জানুয়ারি, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।