ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
লক্ষ্মীপুরে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ১ ...

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ৩০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এসময় ঘটনাস্থল থেকে গোকুল দাস নামে একজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর পৌরসভার পুরাতন আদালত রোডের একটি বাড়িতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাজাহান আলি এ অভিযান পরিচালনা করেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরাতন আদালত রোডের দীলিপ দাসের বাসার ছাদ থেকে ৩০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া কারেন্ট জালের বাজার মূল্য অনুমানিক ৪০ লাখ টাকা। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৫৫৯ ঘন্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এসআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।