ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় মাদকবিক্রেতাসহ গ্রেফতার ২৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
খুলনায় মাদকবিক্রেতাসহ গ্রেফতার ২৯

খুলনা: খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে শহরের আট থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।  

কেএমপির অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শহরের আট থানা এলাকা থেকে ১০ জন মাদকবিক্রেতাসহ মোট ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪৭ পিস ইয়াবা, ৭ দশমিক ৫ লিটার চোলাই মদ ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।